Saturday, November 23, 2024
Homeখেলাআয়ারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

আয়ারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড

আলোর যুগ স্পোর্টসঃ উয়েফা নেশনস লিগের গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশরা। এই ম্যাচে চারজন ব্রিটিশ ফুটবলার তাদের প্রথম আন্তর্জাতিক গোল করেছেন। রোববার (১৭ নভেম্বর) ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি ইংল্যান্ড। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যারি কেনরা করলেন পাঁচ গোল।

ম্যাচের ৫১ মিনিটে ডি-বক্সের ভেতর ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে বাজে ফাউল করে নিজেদের বিপদ ডেকে আনে আইরিশরা। জরিমানা হিসেবে ডিফেন্ডার লিয়াম স্কেলসকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখালে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। আয়ারল্যান্ড ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগে গোলবন্যা বইয়ে দেয় ইংল্যান্ড। ৫৩ মিনিটে সফল পেনাল্টি কিকে গোল উৎসবের শুরুটা করেন হ্যারি কেইন। কেইনের পর একে একে গোল করেন আরও ৪ ইংলিশ ফুটবলার।

পেন অ্যান্তোনি গর্ডন ৫৫ মিনিটে, কনোর গ্যালেহার ৫৮ মিনিটে, জ্যারড বাউয়েন ৭৬ মিনিটে ও টেইলর হারওয়ার্ড বেলিস ৭৯ মিনিটে গোল করেন। এতে ব্যবধান দাঁড়ায় ৫-০। কার্সলির অধীনে ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। আগামী জানুয়ারিতে জার্মান কোচ টুখেলের কাছে দায়িত্ব হস্তাস্তর করবেন এই আইরিশ কোচ।

ম্যাচের পর কার্সলি বলেন, ‘এটি অনেক খেলোয়াড়ের জন্য একটি দুর্দান্ত সন্ধ্যা ছিল। প্রধান জিনিসটি ছিল পদোন্নতি পাওয়া (কোয়ার্টারে যাওয়া)। আমি ছেলেদের দেখতে উপভোগ করেছি। তারা দারুণ আগ্রাসন এবং অভিপ্রায় নিয়ে খেলেছে।’ ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে গেছে ইংলিশরা। পয়েন্ট সমান ১৫ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেছে গ্রিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments