Thursday, October 2, 2025
Homeআন্তর্জাতিকআমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর: থালাপতি বিজয়

আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর: থালাপতি বিজয়

আলোর যুগ প্রতিনিধিঃ তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয় নিজেই।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই জনসভায় হাজার হাজার মানুষ একত্রিত হন। কিন্তু জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হয়ে পড়েন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন জানায়, অনুমতিপ্রাপ্ত ৩০ হাজারের বিপরীতে প্রায় ৬০ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

থালাপতি বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর। নিহতদের পরিবারকে আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তামিলনাডু মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন।

বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নির্বাচনের প্রস্তুতি হিসেবে গতকালকের সমাবেশে বিপুল জনসমাগমের আয়োজন করেছিল। ২০২৩ সালের অক্টোবরেও দলের সমাবেশে নিরাপত্তাজনিত কারণে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করে এক্সে লিখেছেন, “কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।” এখন পর্যন্ত আহতদের মধ্যে কমপক্ষে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments