Thursday, November 21, 2024
Homeখেলাআমাকে ব্যালন ডি’অর দিতে তারা প্রস্তুত নয় : ভিনি

আমাকে ব্যালন ডি’অর দিতে তারা প্রস্তুত নয় : ভিনি

আলোর যুগ স্পোর্টসঃ অনেকদিন ধরে গুঞ্জন উঠছিলো এবারের ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা গেল সেটি পাচ্ছেন না তিনি। যে কারণে রিয়াল মাদ্রিদের কেউই প্যারিসে যাননি।

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর। এতে অবশ্য ঘাবড়ে যাননি রিয়ালের তারকা ফরোয়ার্ড। মুখ খুলেছেন তিনি। সঙ্গে পাশে পেয়েছেন অনেককেই। যার মধ্যে উল্লেখযোগ্য তার সতীর্থরা। টনি ক্রুসসহ ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভিনির পাশে থাকার কথা।

অনেকটা আক্ষেপের সুরে ব্যালন ডি’অর নিয়ে ভিনিসিয়ুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) পেতে হলে আমাকে ১০ গুন ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।’রিয়ালের উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দে লিখেছেন, ‘কোনো পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরেও। ভালোবাসি ভাই। ’

ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি লিখেছেন, ‘তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই।’ কামাভিঙ্গা প্রতিক্রিয়া দিয়েছেন এইভাবে, ‘ফুটবল রাজনীতি’, আমার ভাই বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই। ’

ভিনির জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন লিখেছেন, ‘ভিনির ব্যালন ডি’অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি। ’

রিয়ালের হয়ে গত বছর ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। দলটির হয়ে জেতেন স্প্যানিশ লা লিগা, সুপারকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক গোলসহ ৬ গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। লা লিগায় করেন ১৫ গোল। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করেন হ্যাটট্রিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments