Friday, November 22, 2024
Homeক্রিকেটআবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি?

আবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি?

আলোর যুগ স্পোর্টসঃ আবার অধিনায়কত্বে ফিরছেন কোহলি। সেটা অবশ্য জাতীয় দলে নয়, আইপিএলে। ২০২১ সালের আইপিএলের পর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়েন। এরপর কোহলি দলের সঙ্গে থাকলেও অধিনায়ক হন ফাফ ডু প্লেসি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। যদিও তাতে খুব একটা বেশি পার্থক্য তৈরি হয়নি। চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি।

২০০৮ সাল থেকে বিরাট কোহলি বেঙ্গালুরুতে রয়েছেন। একাধিক অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। নিজেও অধিনায়কত্ব করেছেন। কিন্তু কোনও অধিনায়কই আরসিবিকে ট্রফি জেতাতে পারেননি। এবার ফের বিরাট কোহলি ২০২৫ সাল থেকে দলের দায়িত্ব নিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ক্ষেত্রে কোহলিই তাদের কাছে সেরা সমাধান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments