আলোর যুগ স্পোর্টসঃ হ্যামস্ট্রিংয়ের চোটে আইপিএলে মাঝপথে অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তার পরিবর্তে সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের দলটি আফগানিস্তানের পেসার গুলবাদিন নাইবকে নিয়েছে। প্রথমবারের মতো আইপিএলে ডাক পেয়েছেন তিনি। যার জন্য দিল্লি খরচ করেছে ৫০ লাখ রুপি।
চোটে পড়ার আগে মার্শ দিল্লির হয়ে এবারের আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন। চোটের কারণে এবার আর মাঠে নামতে পারবেন না নিশ্চিত হওয়ার আগেই গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে ফিরে গেছেন তিনি। তবে তার ছিটকে যাওয়ার খবর ২২ তারিখে জানায় দিল্লি।
৩২ বছর বয়সী গুলবাদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তার শিকার মাত্র ২৬ উইকেট। তবে ওয়ানডেতে কিছুটা ভালো পরিসংখ্যান রয়েছে আফগান পেসারের। ৮২ ম্যাচে তার উইকেট ৭৩টি। পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পারেন। ওয়ানডেতে ১২৩১ রানের পাশাপাশি টি-টোয়েন্টিতে গুলবাদিন করেছেন ৮০৭ রান।