Thursday, September 19, 2024
Homeআন্তর্জাতিকআনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বে পেতংতার্ন

আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্বে পেতংতার্ন

আলোর যুগ প্রতিনিধিঃ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ  দিয়েছেন দেশটির রাজা রাজা মাহা ভাজিরালংকর্ন। পেতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিনের মেয়ে। রবিবার ব্যাংককের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার পর সাবেক থাকসিনপন্থী একটি টেলিভিশন স্টেশনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে রাজা মাহা ভাজিরালংকর্নের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক চিঠি গ্রহণ করেন পেতংতার্ন সিনাওয়াত্রা। এরপরই তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে স্রেথা থাভিসিনকে গত বুধবার সাংবিধানিক আদালত পদচ্যুত করে। এর দুদিন পর গত শুক্রবার পেতংতার্নকে নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রাও (৭৫) উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments