Wednesday, April 30, 2025
Homeআন্তর্জাতিকআদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক

আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে রেকর্ডপত্র চেয়ে ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।

বহুল আলোচিত এ চুক্তিতে স্বৈরাচার শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে দুর্নীতি দমন কমিশন।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই নাগাদ আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের ‘শুল্ক ও কর ফাঁকি’ দেয়া হয় বলে এনবিআরের তদন্তে উঠে আসে। এছাড়াও আলোচিত এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে ‘শুল্ক ও কর অব্যাহতি’ দেয়া হয় বলেও এনবিআরের তদন্তে উঠে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments