Thursday, November 21, 2024
Homeদেশজুড়েআজও বিভিন্ন সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলন

আজও বিভিন্ন সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলন

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে আজও অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। এতে করে বন্ধ হয়ে গেছে যানচলাচল। তাতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পর পরের দিন গতকাল বুধবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। রিকশা চালকরা ওইদিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments