আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উইসকনসিনে এক সমাবেশে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেছেন, আমরাই আগামী নির্বাচনে জিতব। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
সংবাদমাধ্যমটি জানায়, ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে কমলা বলেন,‘ট্রাম্প নির্বাচিত হলে দেখা যাবে তিনি তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করছেন। কিন্তু যখন আমি নির্বাচিত হব, তখন আমি একটি টু-ডু লিস্ট (করণীয় তালিকা) করার কাজে মন দিব।’
তিনি জানান, তার করণীয় তালিকার শীর্ষে রয়েছে মানুষের জীবনযাত্রার খরচ কমিয়ে আনা। গর্ভপাত, স্বাস্থ্যসেবাসহ আরো যেসব খাতে কাজ করার প্রতিশ্রুতি তিনি এর আগে দিয়েছেন, সেসব বিষয় তিনি আবারও উইসকনসিনের সমাবেশে তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার খরচ কমানোর প্রতিশ্রুতি দেন। এবং গর্ভপাতের বিষয়ে বলেন, ‘একজন নারী তার শরীরের বিষয়ে কী সিদ্ধান্ত নিবেন, তা তার মৌলিক স্বাধীনতা। এখানে সরকার তাকে কী বলবে, সেটি তাকে অনুসরণ করতে হবে না।’
তিনি তরুণ ভোটারদের, বিশেষ করে যারা এবার প্রথম ভোট দেবেন তাদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের প্রজন্মকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি।’ হ্যারিস বলেন, ‘তোমরা পরিবর্তনের জন্য মুখিয়ে আছ। তোমরাই কেবল জলবায়ু সংকট সম্বন্ধে জানো। তোমরা আমাদের গ্রহ, আমাদের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্বে নেতৃত্ব দিচ্ছ।’
কমলা যখন বক্তব্য দিচ্ছেন তখন একজন প্রতিবাদকারী ‘সিজফায়ার নাউ’ বলে উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন। মানে, গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। হ্যারিস সেই প্রতিবাদকারীর কথার উত্তর দিতে গিয়ে বলেন, ‘আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক’। উপস্থিত সমর্থকদের তিনি বলেন, এই যুদ্ধ শেষ করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি এক পর্যায়ে প্রতিবাদকারীদের উদ্দেশ করে বলেন, ‘আমাদের সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু এখন আমি কথা বলছি।’