বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
More
    Homeদেশজুড়েআগামীতে একটি পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধাক্রম তৈরি হবে : শিক্ষামন্ত্রী

    আগামীতে একটি পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধাক্রম তৈরি হবে : শিক্ষামন্ত্রী

    আলোর যুগ প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর থেকে একটি মাত্র পরীক্ষা নিয়ে জাতীয় মেধাক্রম তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি করা হবে। এবার গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যা ও সীমাবদ্ধতা ছিল স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে এসব সমস্যা কাটিয়ে ওঠা হবে। বুধবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, র‍্যাগিং সামাজিক সমস্যা। সমন্বিত উদ্যোগের বিরুদ্ধে একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান বক্তব্য দেন। বিজ্ঞান মেলায় ১৮টি কলেজ অংশ নিচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments