Tuesday, May 13, 2025
Homeক্রিকেটআইপিএল না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল? দ্বিধায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

আইপিএল না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল? দ্বিধায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

আলোর যুগ স্পোর্টসঃ আবারও শুরু হতে চলেছে আইপিএলের বাকি অংশ, তবে এবারে দেখা দিয়েছে নতুন সমস্যা- অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। বিসিসিআই ইতোমধ্যেই সূচি ঘোষণা করেছে, আর ফ্র্যাঞ্চাইজিগুলোও প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ান তারকারা কি ফিরবেন আইপিএলের বাকি ম্যাচে খেলতে?

এই প্রসঙ্গে মুখ খুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক সরকারি বিবৃতিতে তারা জানিয়েছে, খেলোয়াড়রা চাইলে আইপিএলে ফিরে যেতে পারবেন, তবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়রা আইপিএলে ফিরতে চাইলে আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো। যারা বাকি ম্যাচ খেলতে আগ্রহী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের প্রস্তুতির জন্য টিম ম্যানেজমেন্ট তাদের সঙ্গে কাজ করবে। পাশাপাশি, নিরাপত্তা বিষয়েও আমরা বিসিসিআই ও অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

উল্লেখ্য, আগামী ১১ জুন লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে আইপিএলের ফাইনালের মাত্র ৮ দিন পর। তাই ফিটনেস এবং মানসিকভাবে প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকেই আইপিএলে না ফেরার পক্ষে।

আইপিএলে থাকা অস্ট্রেলিয়ান তারকাদের মধ্যে রয়েছেন- প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্র্যাভিস হেড ও জশ হ্যাজেলউড। তবে কামিন্স ও হেডের দল ইতোমধ্যে প্লে-অফ থেকে ছিটকে গেছে। হ্যাজেলউড চোটে ভুগছেন, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে তার সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ান দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, স্যাম কন্সটাস, ম্যাট কুহেনম্যান, মারনাস লাবুশানে, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments