Saturday, April 12, 2025
Homeক্রিকেটআইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল ইডেন গার্ডেন্সে

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল ইডেন গার্ডেন্সে

আলোর যুগ স্পোর্টসঃ আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২২ মার্চ তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে কলকাতার মাঠে। ২৫ মে ফাইনাল মাঠে গড়াবে একই ভেন্যুতে।

২০১৩ ও ২০১৫ সালের আসরের পর প্রথমবার কলকাতায় হবে ফাইনাল। অন্য দুটি প্লে-অফ প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর যথাক্রমে ২০ ও ২১ মে হবে হায়দরাবাদে। ৬৫ দিনের খেলায় ১২দিন হবে দুটি করে ম্যাচ, সব মিলিয়ে ৭৪ ম্যাচ হবে। এবার ভেন্যু বেড়ে হয়েছে ১৩টি। দশ দলের হোম ভেন্যুর পাশাপাশি ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটি, বিশাখাপত্নম ও ধর্মশালায়। গুয়াহাটি ও বিশাখাপত্নমে হবে দুটি করে ম্যাচ, তিনটি হবে ধর্মশালায়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও বেঙ্গালুরু একে অপরের বিপক্ষে একটি ম্যাচই খেলবে। ৭ এপ্রিল মুম্বাইয়ে হবে সেই ম্যাচ। ১৭ মে লিগে নিজেদের শেষ ম্যাচেও মুখোমুখি হবে কলকাতা ও বেঙ্গালুরু।

পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রথম ম্যাচেই তারা খেলবে মুম্বাইয়ের বিপক্ষে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে। দুই দল ২০ এপ্রিল মুখোমুখি হবে মুম্বাইয়ে। সেই দিনই দুপুরে হায়দরাবাদ এবং রাজস্থান একে অপরের বিরুদ্ধে খেলবে হায়দরাবাদে। ১৮ মে লিগের শেষ ম্যাচ খেলবে লক্ষ্মৌ ও হায়দরাবাদ। দিনের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর রাতের ম্যাচ ৮টায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments