আইএফআইসি ব্যাংক পিএলসি কলমা উপশাখা
আলোর যুগ প্রতিবেদক,
আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি’র সাভার বাজার শাখার অধীনে কলমা উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় নেওয়াজ আলী আইডিয়াল স্কুলে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির সাভার বাজার শাখার শাখা ব্যবস্থাপক শহীদ উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জনসাধারণের আর্থিক স্বাক্ষরতা কিভাবে আর্থসামাজিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে – এটিই ছিল সেমিনারের মূল আলোচ্য বিষয়। জনসাধারণের পাশাপাশি বিশেষত নারীদের সঞ্চয়ী হিসাব খোলার প্রয়োজনীয়তা, আয় ও ব্যয়ের সঠিক পরিকল্পনা, সঞ্চয়ের কৌশল ও উপকারিতা এবং সর্বোপরি আর্থিক স্বাক্ষরতার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হয়। প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের নানাবিধ প্রশ্নের উত্তর খুঁজে নেন। সাভার বাজার শাখার ব্যবস্থাপকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২৬/০৯/২৪