Thursday, January 9, 2025
Homeঅপরাধঅ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

আলোর যুগ প্রতিনিধিঃ সাভারের পুলিশ টাউনের সামনে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার রাত আড়াইটার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন আরও একটি বাস ও ট্রাকে ছড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এরপর ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহগুলো সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল গণমাধ্যমকে বলেন, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনায় দুইটি বাস, একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, ধামরাইয়ের ধুলিভিটা বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজে ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। পুলিশ এ খবর নিশ্চিত করেছে। এখনো চালকের নাম জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments