Sunday, September 7, 2025
Homeক্রিকেটঅস্ট্রেলিয়াকে ১০৪ রানে গুটিয়ে লিড নিল ভারত

অস্ট্রেলিয়াকে ১০৪ রানে গুটিয়ে লিড নিল ভারত

আলোর যুগ স্পোর্টসঃ পার্থে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে এতে ৪৬ রানের লিড পেয়েছে ভারত। জসপ্রীত বুমরাহর আগ্রাসনের মুখে খেই হারিয়ে এতো অল্প রানে গুটিয়ে গেছে। বুমরা নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট লাভ করেন অভিষেক হওয়া হার্ষিত রানা ও ২ উইকেট নেন সিরাজ। তবে ভারতীয় পেসারদের তোপে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অজিরা। দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। এই জুটি করতে তাদের খেলতে হয়েছে ১১০ বল!

৫১তম ওভারের দ্বিতীয় বলে ভারতীয় পেসার হার্ষিত রানাকে উড়িয়ে মারতে যান স্টার্ক। ব্যাটের কানায় লেগে বল উড়াল দেয় আকাশে। এরপর জমা জয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে। ১১২ বলে ২৬ রান করেন স্টার্ক। যা অস্ট্রেলিয়ার এই ইনিংসের সর্বোচ্চ। ৩১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হ্যাজেলউড।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে গতির ঝড় তুলেন জস হ্যাজেলউড। ১৩ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন হ্যাজেলউড। তার দিনে দু’টি করে উইকেট তুলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

এদিন, ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। দলীয় ৫ রানের মাথায় শূন্য করে ফিরেছেন জসশ্বী জয়সওয়াল। তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের শিকার হন তিনি। এরপর উইকেটে টিকে থাকার লড়াই করেও পারলেন না দেবদূত পাডিক্কাল। ১১তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে ১৪ রানে পাডিক্কালের উইকেট হারায় ভারত। শূন্য রানে প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না বিরাট কোহলিও।

হ্যাজলউডের শর্ট ডেলিভারিতে প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি। আউট হওয়ার আগে নিজের রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৫ রান। ৩২ রানে তিন উইকেট হারানোর পর ভারতের চতুর্থ উইকেটের পতন হয় ৪৭ রানে। ২৬ রান করার পর মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল। ব্যক্তিগত ১১ রানের মাথায় সাজঘরে ফেরেন ধুব জুরেল। মাঝে ঋশভ পান্তও লড়াই করেছেন। তবে সঙ্গ পাননি তিনিও। পান্ত ৩৭ রানে থামার পর শেষ দিকে নিতিশ কুমার রেড্ডির ৪১ রানে ভর করে দলীয় ১৫০ রানের পুঁজি পায় সফরারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments