Saturday, May 3, 2025
Homeখেলাঅবশেষে রিয়াল ছাড়তে যাচ্ছেন মদ্রিচ!

অবশেষে রিয়াল ছাড়তে যাচ্ছেন মদ্রিচ!

আলোর যুগ স্পোর্টসঃ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের দীর্ঘ বর্ণাঢ্য পথচলার অবসান ঘটাতে চলেছেন লুকা মদ্রিচ। ক্লাবটির সঙ্গে মূল চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত হলেও, আসন্ন ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। ১৩ জুলাই পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে খেলবেন এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি।

ক্লাব সূত্রে জানা গেছে, ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে নতুন এই স্বল্পমেয়াদী চুক্তিতে সই করবেন মদ্রিচ। তবে এই মেয়াদে তার বেতন বা অন্যান্য চুক্তির শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়ালে নিজের ১৩ বছরের ক্যারিয়ারে মদ্রিচ জিতেছেন মোট ২৮টি শিরোপা, যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি। রিয়ালের মাঝমাঠে তিনি ছিলেন দলের মেরুদণ্ডস্বরূপ এবং বহু ম্যাচে তার দারুণ পারফরম্যান্সেই সফলতা এসেছে ক্লাবটির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments