Wednesday, October 30, 2024
Homeক্রিকেটঅধিনায়কত্ব ছাড়তে চান শান্ত?

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত?

আলোর যুগ স্পোর্টসঃ গত ফেব্রুয়ারিতে এক বছরের জন্য তিন ফরম্যাটে অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি নেতৃত্ব দেওয়ার কথা তার। তবে আর অধিনায়কত্ব করতে না চাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন শান্ত, এমন খবর দিচ্ছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক এই ওয়েবসাইটকে শান্ত বলেছেন, ‘দেখা যাক কী হয় (অধিনায়কত্বের ব্যাপারে), কারণ আমি সভাপতির কাছ থেকে কিছু শুনিনি এখনও।’

ক্রিকবাজ জানিয়েছে, ইতোমধ্যেই অধিনায়কত্ব না ছাড়তে শান্তকে বুঝিয়েছেন একজন বোর্ড পরিচালক। কিন্তু তিনি রাজি হননি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এখন অবধি নয়টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে তিন ম্যাচে জয় এনে দিয়েছেন শান্ত। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ও আছে। ৯ ওয়ানডেতেও জয় তিনটি। টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে জয় ১০টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments