আলোর যুগ স্পোর্টসঃ বাংলাদেশ সবশেষ সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সিরিজে ইনজুরির কারণে দলকে নেতৃত্ব দিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। শান্তর অবর্তমানে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টিতে ছিলেন লিটন কুমার দাস।টি-টোয়েন্টিতে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলেও পুরো সিরিজে ব্যাট হাতে লিটন দাসের পারফরম্যান্স ছিল বিবর্ণ।
অফফর্ম কাটিয়ে উঠতে পারেননি লিটন। চলমান বিপিএলেও তার দুর্দশা কাটছেই না। ফলে শান্তর পরবর্তীতে টি-টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন লিটন। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন মিরাজ। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়কের দায়িত্বে আছেন তিনি। তার দল ব্যাক টু ব্যাক জয়ে তুলে নিয়েছে।
সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে খুলনা। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭৩ রানের পুঁজি দাঁড় করায় খুলনা টাইগার্স। জবাবে ঢাকার ইনিংস থেমেছে ১৫৩ রানে। শেষ দিকে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ৬০ বলে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন পেরেরা, তবুও জিতেছে মিরাজের খুলনাই।
ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে মিরাজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে। দেখেন লিটন দাস অধিনায়কত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজে। খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। যেহেতু বিপিএলে করছি, অভ্যাস হচ্ছে আমার। ভবিষ্যতে কাজে লাগবে।’ অধিনায়কত্বে অভ্যাসকে বেশি জরুরি বলে মনে করছেন মিরাজ। তার মতে, অভ্যাসের মধ্যে থাকলে দায়িত্ব পেলে কাজে সুবিধা হয়।
তিনি আরও বলেন, ‘যেকোনো ফরম্যাটে সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছি শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএলে ১২-১৪টা ম্যাচ করব আমি জানি। প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন।’ অধিনায়কত্ব উপভোগের ব্যাপার বলেও মনে করেন মিরাজ। তার ভাষায়, ‘দেখেন আপনি যেটা বললেন সুযোগ যখন আসে তখন উপভোগ করা জরুরি।
যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি এখানেও করছি। হয়ত এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেক দিন গ্যাপ দিলে মাঝেমধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কীভাবে উন্নতি করা যায় তা করা যায়। আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি।’