আলোর যুগ স্পোর্টসঃ গ্রুপ পর্বের ব্যর্থ হলেও সুপার ফোরের ম্যাচে স্বমহিমায় ফিরলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে খেললেল অপরাজিত ১২২ রানের দারুণ ইনিংস। একই সাথে এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রানের ঘরে পৌঁছে গেলেন কোহলি। এই ফরম্যাটে দ্রুততম ব্যাটার হিসাবে এই অর্জন নিজের করে নিলেন তিনি।
রবিবার ৮ রানে অপরাজিত ছিলেন কোহলি। সোমবার রিজার্ভ ডে-র দিনে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন তিনি। কোহলির আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের বোলাররা দাঁড়াতেই পারেননি। হারিস রউফকে হারিয়ে এমনিতেই একটু চাপে ছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি, নাসিম শাহরা কোহলির আগ্রাসনের সামনে দাঁড়াতে পারেননি।
এ নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। টপকে গেলেন শচীন টেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। শাহিনের বলে দু’রান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। পরের বলেই এক রান নিয়ে শতরান পূরণ করেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান হল কোহলির। শীর্ষে থাকা শচীনের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।
এ ছাড়াও, এই শতরানের ফলে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টানা চারটি শতরান হল কোহলির। একটি স্টেডিয়ামে টানা সবচেয়ে বেশি শতরানের ক্ষেত্রে হাশিম আমলার সঙ্গে যৌথভাবে এক নম্বরে উঠে এলেন কোহলি। এর আগে কলম্বোর এই মাঠে ২০১৭ সালে দু’টি এবং ২০১২ সালে একটি শতরান করেছিলেন কোহলি।