১৩ কোটি ডলারের সোলার প্রকল্পের কাজ পেলো ভারতের অমরা রাজা

0
4

 

আলোর যুগ রিপোর্ট,ঢাকা

ভারতের অমরা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড (এআরআইপিএল) বাংলাদেশের জামালপুরে ১৩ কোটি ডলারের একটি নতুন সোলার প্রকল্পের কাজ পেয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। ১৭৫ কোটি ডলারের অমরা রাজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে এআরআইপিএল। সুত্রঃ ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের।

বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের কাজের মধ্যে আছে একটি ১০০ মেগাওয়াট (এসি) সোলার পিভি পাওয়ার প্লান্টের ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, সাপ্লাইল, প্রকল্পটি স্থাপন এবং কাজ সম্পাদন। ভারতের এক্সিম ব্যাংক ও হায়দরাবাদের প্রিমিয়ার সেলার এতে যৌথভাবে অর্থায়ন করবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) কাছ থেকে তারা এই কাজ নিয়েছে। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, জামালপুর জেলার মাদারগঞ্জে ৩২৬ একর জায়গাজুড়ে এই প্রকল্পের বিস্তৃতি হবে। সেইসঙ্গে আগামী ১৮ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে। পরবর্তীতে এআরআইপিএল্ল প্রকল্প সম্পন্ন হওয়ার পর দু’বছর পর্যন্ত এর অপারেশন এবং রক্ষণাবেক্ষণ করবে। যার মধ্যে থাকবে খুচরা যন্ত্রাংশে ওয়ারেন্টি। এই প্রকল্পের কাজ পাওয়াকে অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন এআরআইপিএলের পরিচালক বিক্রমাদিত্য গুরিনেনি।তিনি বলেছেন, অল্প সময়ের মধ্যে ভারতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক বেশ কিছু বড় বড় প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে আন্তর্জাতিক বাজারে আমাদের গুরুত্বকে তুলে ধরবো। এ ছাড়া এআরআইপিএলের বিদ্যুৎ বিভাগের প্রধান দারকানন্দ রেড্ডি বলেন, আমরা আন্তর্জাতিক বাজারে এই প্রকল্পের মাধ্যমে আমাদের সফলতা তুলে ধরার একটি সুযোগ পেয়েছি।