আলোর যুগ প্রতিনিধিঃ ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রবিবার এ তথ্য জানিয়েছে । হাসপাতাল থেকে জানানো হয়, সোনিয়া গান্ধী বুকে সংক্রমণের কথা বলছিলেন। তাকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল। তাকে চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
এর আগে, সোনিয়া গান্ধী চলতি বছর দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য গত ১২ জানুয়ারি স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া।