Tuesday, December 3, 2024
Homeক্রিকেটসিরিজ হেরেছি, অবশ্যই আমরা হতাশ: শান্ত

সিরিজ হেরেছি, অবশ্যই আমরা হতাশ: শান্ত

আলোর যুগ স্পোর্টসঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে দাপুটে জয়ে নাজমুল হোসেন শান্ত’র দল হোয়াইটওয়াশ এড়িয়েছে। যা ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য যেমন সান্ত্বনার, একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ। ম্যাচ শেষে সিরিজ হারের হতাশা ও একইসঙ্গে ইতিবাচকতাও খুঁজে পেয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত জানান, ‘আলহামদুলিল্লাহ (এই জয়ের জন্য)। আমার মনে হয় আজ ছেলেরা নিজেদের কাজটা ঠিকঠাক করে দেখিয়েছে। এই ম্যাচের আগে আমাদের যে পরিকল্পনা ছিল, সেটি তারা পুরোপুরিই বাস্তবায়ন করতে পেরেছে।’

এরপর সিরিজ হারের জন্য হতাশা এবং সান্ত্বনার জয়ে ইতিবাচকতাও দেখছেন শান্ত, ‘সিরিজ হেরে গিয়েছি, সে জন্য অবশ্যই আমরা হতাশ। সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটি ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারব।’

৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। যা বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার এবং ফরম্যাটটিতে সবমিলিয়ে অষ্টম সেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments