আলোর যুগ স্পোর্টসঃ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, উইকেট দেখে তার মনে হয়েছে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে প্রতিপক্ষকে বড় রানের চ্যালেঞ্জ দিতে চান তারা।
তবে টস হেরেও মন খারাপ নয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। আগে বোলিংই নিতে চেয়েছিলেন তিনি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।