রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ

0
2

আলোর যুগ প্রতিনিধিঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতের সময় হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাকিস্তানের প্রেসিডেন্টের একটি শুভেচ্ছা পত্র হস্তান্তর করেন।’ পাকিস্তানের বিদায়ী হাই কমিশনার বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশে সফলভাবে দায়িত্ব সম্পন্নের জন্য পাকিস্তানের হাই কমিশনারকে ধন্যবাদ জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্তি) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।