Friday, December 27, 2024
Homeবাংলাদেশরামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, পাঁচ নিরাপত্তাকর্মী আহত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, পাঁচ নিরাপত্তাকর্মী আহত

আলোর যুগ প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক-চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের ওপরও হামলা করে ডাকাত দল।

এসময়ে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments