আলোর যুগ স্পোর্টসঃ চেন্নাই সুপার কিংসের হয়ে এবার দারুণ বোলিং করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শেষ ম্যাচেও চার ওভারে ফিজ দিয়েছেন মাত্র ২২ রান, আছে একটি মেডেনও। তবে পহেলা মে চলতি আইপিএলের শেষ খেলাটা খেলেছেন মুস্তাফিজ। যদিও ফিজের শেষ ম্যাচে চেন্নাই হেরেছে ৭ উইকেটে। আর দলের অন্যতম নির্ভরযোগ্য পেসারকে গুরুত্বপূর্ণ সময়ে বিদায় দিতে হচ্ছে উল্লেখ করে একরকম আফসোস করেছেন চেন্নাইর কোচ স্টিফেন ফ্লেমিং।
পাঞ্জাব কিংসের বিপক্ষে হারার ম্যাচে মাত্র দুই বল করেই চোট নিয়ে মাঠ ছাড়েন চেন্নাইর পেসার দীপক চাহার। এর আগেও চোটের কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। চোটের কারণে পেসার মাতিশা পাতিরানাও নিয়মিত থাকছেন না চেন্নাইর স্কোয়াডে।
আর ফ্লুতে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে মাঠেই যাননি আরেক পেসার তুষার দেশপান্ডে। অন্যদিকে পাতিরানা ও স্পিনার মহীশ থিকশানাকেও শ্রীলঙ্কায় ফিরতে হবে। সবমিলিয়ে ফিজের শূন্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছে চেন্নাই। তাই ফিজের চলে আসার পর দলটির সামনে আর যেনো কোনো বিকল্পও থাকছে না।