আলোর যুগ রিপোর্ট:-
বিক্ষোভের সংবাদ প্রচার করায় মিয়ানমারে সোমবার ১০ জন সাংবাদিককে আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনে শুধু হেফাজতে রাখা হয়েছে।
এ পর্যন্ত ২৫ সাংবাদিককে আটক করেছে দেশটির জান্তা সরকার।
দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।
এক মাসের বেশি সময় ধরে আটক নেতাদের মুক্তি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করছে দেশটির নাগরিকরা।
শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ না করলেও পরে তারা বিক্ষোভকারীদের ওপর সহিংস হয়ে ওঠে।
২৮ ফেব্রুয়ারি একদিনেই বিক্ষোভে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করে পুলিশ। এ ঘটনায় মিয়ানমারের সামরিক জান্তার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
গত বছর নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন নেতাদের আটক এবং ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।