Friday, January 3, 2025
Homeবাংলাদেশমালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আলোর যুগ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মালয়সহ প্রায় সাতটি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসল্লিরা একসাথে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত আদায় করেন। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরাও ঈদ উৎসবে অংশ নেন।

ঈদ উপলক্ষে কুয়ালালামপুরের হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

এ ছাড়াও মালয়েশিয়ার জহুর বারু, পেনাং, পেরাক, পাহাংসহ অন্যান্য প্রদেশেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments