ভারত-পাকিস্তান ম্যাচে আঘাত হানতে পারে বজ্রঝড়

0
1

আলোর যুগ স্পোর্টসঃ গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সুপার ফোরেও দুই দেশের ম্যাচেও আছে বড় বৃষ্টির শঙ্কা। তাই রিজার্ভ ডে’র ব্যবস্থা করা হয়েছে। যদিও ভারত-পাকিস্তানকে বিশেষ সুবিধা দেওয়া নিয়েও চলছে বেশ সমালোচনা। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, চার দেশের বোর্ড কর্তাদের সাথে আলোচনা করেই ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে’র ব্যবস্থা করা হয়েছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরেই কলম্বোয় প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভারত-পাকিস্তান ম্যাচেও রয়েছে বজ্রঝড় আঘাত হানার শঙ্কা। তবে জানা গেছে, রিজার্ভ ডে রাখা হলেও নির্ধারিত দিনেই খেলার ফল বের করে আনার চেষ্টা করবেন আম্পায়াররা।

বৃষ্টি হানা দিলে খেলার সময় দেড় ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা আছে। আবার যদি রবিবার নির্ধারিত দিনে যদি ফল না আসে, তবে প্রথম দিন ম্যাচ যেখানে শেষ হয়েছিল পরের দিন সেখান থেকেই শুরু হবে খেলা।

বিভিন্ন আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটের পূর্বাভাস বলছে, কাল কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। আর দিনের শেষদিকে হতে পারে বজ্রঝড়ও। আর রাতে আছে বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ।