Friday, January 3, 2025
Homeক্রিকেটভারতের সিরিজ জয়

ভারতের সিরিজ জয়

আলোর যুগ স্পোর্টসঃ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রবি বিষ্ণইয়ের দুর্দান্ত বোলিংয়ের পর যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। পাল্লেকেলেতে দুই দফা বৃষ্টির কবলে পড়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ভারতের জয় ৭ উইকেটে। তিন ম্যাচ সিরিজে তারা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। ভারতের ইনিংসের শুরুতেই বৃষ্টি নামলে ৮ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। ৯ বল বাকি থাকতেই সেটি ছুঁয়ে ফেলে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। একই মাঠে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়েছিল ভারত। আজকের জয়ে কোচ গৌতম গম্ভীর-অধিনায়ক সূর্যকুমার যাদব অধ্যায়ের শুরুতেই সিরিজ নিজেদের করে নিল ভারতীয়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments