Thursday, December 26, 2024
Homeজেলার খবরবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে সরাসরি ভিসির বাসভবন পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন ঘটনার বর্ণনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মজিব উদ্দিন আহমদ, প্রক্টর শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি বিজন মোহন চাকি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, বহিরাঙ্গন পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, হল প্রভোস্ট, সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রংপুরের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments