বাস থেকে যাত্রীকে ফেলে দেয়ায় চালক-হেলপার গ্রেফতার

0
12


আলোর যুগ রিপোর্ট:-
ঢাকার কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ছুড়ে ফেলার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব। একই সঙ্গে এন মল্লিক পরিবহনের ওই বাস জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে র‍্যাব-১০-এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, বাসচালক সবুজ (২৫) ও সহকারী নাহিদ (১৯)

এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

এর আগে রবিবার বিকেলে ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকায় ভাড়া নিয়ে তর্কের জেরে এন মল্লিক পরিবহনের ওই এসি বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা ঘটে। আর ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায়।