আলোর যুগ রিপোর্টঃ
বাংলাদেশে ট্যানারী সেক্টরে শ্রমিকদের অধিকার, ওএসএইচ এবং পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করতে শ্রম আইনের সকল ধারা বাস্তবায়ন, সেফটি কমিটি গঠন এবং হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা প্রস্তাবনা দিয়েছে ট্যানারী ওয়ার্কাস ইউনিয়ন এবং সলিডারিটি সেন্টারের বাংলাদেশ অফিস।
রাতে সাভারের জিলিয়ান সেন্টারে ট্যানারী ওয়ার্কাস ইউনিয়ন এবং সলিডারিটি সেন্টারের বাংলাদেশ অফিস কতৃক আয়োজিত কোয়ালিশন বিল্ডিং এন্ড এডভোকেসি সভায় বক্তারা ১০দফা এ প্রস্তাবনা দেন।
এ সময় সাভার প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফা ও সদস্য সচিব রুপোকুর রহমান সহ স্থানীয় সাংবাদিক ও ট্যানারী শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ট্যানারী শিল্পের বেহাল অবস্থা তুলে ধরে সংকট নিরসনে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হবার আহ্বান জানান।
ট্যানারী ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার এ্যাডভোকেট নজরুল ইসলামসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।