Tuesday, December 3, 2024
Homeক্রিকেটপ্রোটিয়াদের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ

প্রোটিয়াদের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ

আলোর যুগ স্পোর্টসঃ আইসিসির টুর্নামেন্টে একে অন্যের মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তবে কখনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি দুই দলের। অবেশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে শারজায় দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) হবে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

বিবৃতিতে তাই দ্বিপক্ষীয় সিরিজটিকে ঐতিহাসিক সিরিজ বলে জানিয়েছেন সিএসএর সভাপতি লওসন নাইডু। তিনি বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও সম্প্রতি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

ক্রিকেটীয় দৃষ্টিতে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। আগামীতে দারুণ প্রতিদ্বন্দ্বী ও বিনোদনমূলক সিরিজ উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ আগামী ১৮ থেকে ২২  সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি হবে। তবে তিন ম্যাচের সিরিজটি এফটিপির অন্তর্ভুক্ত নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments