Thursday, January 2, 2025
Homeআন্তর্জাতিকপশ্চিমবঙ্গে ২০১৯ এর জেতা ১০ আসনের ৯টিতে হেরে যাচ্ছে বিজেপি!

পশ্চিমবঙ্গে ২০১৯ এর জেতা ১০ আসনের ৯টিতে হেরে যাচ্ছে বিজেপি!

আলোর যুগ প্রতিনিধিঃ ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। বিকালে ঘোষণা করা হবে ৫৪৩ আসনের ফল। এর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনও দলের ২৭২ আসনে জয় দরকার। এর আগে দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয় নির্বাচনি কার্যক্রম। মোট সাত দফার এই নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হয় গত ১ জুন।

রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৩ টা ৫০ মিনিট পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এগিয়ে ছিল ২৯২ আসনে। অন্যদিকে, শক্তিশালী বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে ছিল ২২৯ আসনে।

এদিকে, পশ্চিমবঙ্গে ভরাডুবি হচ্ছে মোদীর দল বিজেপির। যদিও বুথফেরত জরিপে বিজেপির কাছে সেখানকার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরাজয়ের দাবি করা হয়েছিল। তবে ভোট গণনায় দেখা যাচ্ছে উল্টো ফল। ২০১৯ সালের নির্বাচনে সেখানে জয় পাওয়া ১০টির মধ্যে ৯টিতে স্পষ্ট ব্যবধানে পিছিয়ে আছে বিজেপি। বলা যায়, এসব আসনে এবার হেরেই যাচ্ছে মোদীর বিজেপি।

রিপোর্ট লেখা পর্যন্ত ২০১৯ সালের জেতা যেসব আসনে পিছিয়ে আছে বিজেপি:-

১. কোচবিহার

২. রায়গঞ্জ

৩. ব্যারাকপুর

৪. হুগলি

৫. ঝাড়গ্রাম

৬. মেদিনীপুর

৭. বাঁকুড়া

৮. বর্ধমান-দুর্গাপুর

৯. আসানসোল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments