Thursday, December 26, 2024
Homeখেলানেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

আলোর যুগ স্পোর্টসঃ তিন দশকের বেশি সময় পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল অস্ট্রিয়া। পাঁচ গোলের থ্রিলারের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। ম্যাচের শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলে অস্ট্রিয়া। দুইবার পিছিয়ে পড়ার পর প্রতিবার সমতা ফেরায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গোল পাল্টা গোলে নেদারল্যান্ডস-অস্ট্রিয়ার লড়াই জমে উঠে। ষষ্ঠ মিনিটে নেদারল্যান্ডসের ডোনিয়েল মালেন আত্মঘাতী গোলে এগিয়ে দেন অস্ট্রিয়ানদের।

এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ফিরেই গোল শোধ দেয় ডাচরা। কোডি গাকপো ৪৭ মিনিটে স্কোর ১-১ করেন। ৫৯ মিনিটে রোমানো শুমিডের গোলে ফের অস্ট্রিয়া লিড নেয়। ৭৫ মিনিটে গোল শোধ দেন মেমফিস ডিপায়। পাঁচ মিনিট পর ফের এগিয়ে যায় অস্ট্রিয়া। মার্সেল স্যাবিটাইজারের বাঁ পায়ের রকেট গতির কোনাকুনি শট জালে জড়ালে জয়ের আনন্দে মাতে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments