Thursday, December 26, 2024
Homeজাতীয়দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন

দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশকে চার ধরনের অর্থনৈতিক সুবিধার আওতায় ২ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সহায়তা দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার বিকাল ৪টায় গণভবনে সম্প্রতি শেষ হওয়া চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেন, ‘২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন। এগুলোর কিছু হবে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ।’ প্রধানমন্ত্রী জানান, এছাড়াও কনসেশনাল বা ছাড়যুক্ত ঋণ ও বাণিজ্যিক ঋণও দেবে চীন।

চীন সফর নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘চীনের সঙ্গে ২১ টি সমঝোতা হয়েছে। আরও ৭টি বিষয় এর বাহিরেও আছে। আমি জানি না যারা এ কথাগুলো বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বলছেন, নাকি শুধু আমাকে হেয় করতে বলছেন, সেটা একটি প্রশ্ন। আমি এগুলোকে খুব গুরুত্ব দেইনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত।’ এর আগে গত ৮ জুলাই চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ জুলাই চীন সফর শেষে দেশে ফেরেন সরকারপ্রধান। এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments