আলোর যুগ স্পোর্টসঃ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সোমবার সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে রোহিত শর্মার দল। এর আগে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ভারত।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বড় পরাজয়ের স্বাদ পায় নেপাল। পাকিস্তানের কাছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করে এশিয়া কাপের নবাগত দলটি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, এবং মোহাম্মদ শামি।
নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), সোমপাল কামি, গুলসান ঝা, ভিম শর্কি, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে, করণ কেসি এবং ললিত রাজবংশী।