‘ছোটো’ তামিমের অভিষেক হচ্ছে আজ?

0
1

আলোর যুগ স্পোর্টসঃ জ্বরে গা পুড়ছে লিটনের। তার উত্তাপ যেন টের পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওপেনিংয়ের অন্যতম ভরসা তামিম ইকবালও নেই। সবমিলিয়ে এবার বিকল্প বেছে নিতেই হবে বাংলাদেশকে। এবার তাই মোহাম্মদ নাঈম শেখের সাথে ওপেন করতে দেখা যেতে পারে তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ হাসানকে।

‘ছোটো’ তামিমের সম্ভাবনার আরো একটা কারণ আছে, তা হলো- ডানহাতি বাঁহাতি কম্বিনেশন। ডান আর বামের এই যোগটা টাইগার টিম ম্যানেজমেন্টর পছন্দ সব সময়।  জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা তামিমের অভিষেক হওয়ার সম্ভাবনাও তাই বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৭ জনের দলে লিটনের বিকল্প হতে পারতেন জাকির হাসান। তবে তেমনটা হয়নি। জাকিরের বদলে এনামুল বিজয়কে শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হয়েছে।