বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
More
    Homeআলোকিত মানুষগাইবান্ধায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

    গাইবান্ধায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

    আলোর যুগ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বাঙ্গালী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ২০টি বাইচের নৌকা অংশগ্রহণ করে।

    গত দুই সপ্তাহ ধরে চলা এ নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায়। বোচাদহ গ্রাম এলাকার দেওয়ানতলা রেলসেতু ও সড়কসেতু অংশে বিকেল থেকে অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে বাঙ্গালী নদীর দুই তীরে নারী-পুরুষ-শিশুসহ প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ভীড় জমান। রং-বেরং এর সাজে ও জাতীয় পতাকা তুলে ধরা অংশগ্রহণকারী নৌকার মাঝি-মাল্লারা নানা বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত গেয়ে দর্শনার্থীদের মনোরঞ্জন করেন।

    নৌকা বাইচের চুড়ান্ত প্রতিযোগিতায় সাঘাটা উপজেলার পাঁচপুর এক্সপ্রেস চ্যাম্পিয়ন, গোবিন্দগঞ্জের উলিপুর ময়ুরপঙ্খী প্রথম রানার্সআপ এবং ধুন্দিয়া তুফানতরী দ্বিতীয় রানার্সআপ হিসেবে বিজয়ী হয়।

    গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল, প্রথম রানার্সআপ দলকে একটি ফ্রিজ এবং দ্বিতীয় রানার্সআপ দলের হাতে একটি বাইসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, স্থানীয় ইউপি সদস্য সাবু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments