বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
More
    Homeক্রিকেট‘কিছু অঘটন হয়তো ঘটাতে পারে বাংলাদেশ’

    ‘কিছু অঘটন হয়তো ঘটাতে পারে বাংলাদেশ’

    আলোর যুগ স্পোর্টসঃ আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। পরিচিত কন্ডিশন, ওয়ানডেতে নিয়মিত ভালো পারফরম্যান্স সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ক্রিকেটবোদ্ধারা বাংলাদেশকে একেবারে বাতিলের খাতায় ফেলছেন না। কারো চোখে বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার খুব একটা সম্ভাবনা দেখছেন না।

    তাঁর মতে, সর্বোচ্চ কয়েকটি অঘটন ঘটাতে পারে বাংলাদেশ। কিন্তু এই দলের জন্য সেমিফাইনালে ওঠা কঠিন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দু’জন ভালো অলরাউন্ডার মিরাজ ও সাকিব আছে। সত্যি কথা যদি বলি, সব কিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। এই দল কত দূর যাবে? আমার তো মনে হয়, এই দল কোয়ালিফাই (সেমিফাইনাল) করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’

    বাংলাদেশের জয়ের মূলমন্ত্র- দল হিসেবে ভালো খেলা। ভালো কিছু করতে হলে তাই বাংলাদেশের দল হিসেবে পারফরম্যান্সের বিকল্প দেখেন না আকাশ, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments