Thursday, December 26, 2024
Homeবিনোদন‘ওর যেন কোনও ক্ষতি না হয়’, সালমানের নিরাপত্তা নিয়ে সোমি

‘ওর যেন কোনও ক্ষতি না হয়’, সালমানের নিরাপত্তা নিয়ে সোমি

আলোর যুগ বিনোদনঃ ভারতের কুখ্যাত গ্যাংস্টারদের হিটলিস্টে আছেন বলিউডের ভাইজান সালমান খান। একাধিকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে অভিনেতাকে। সম্প্রতি গুলি চালানো হয়েছে তার বাসভবনেও। এ নিয়ে উদ্বিগ্ন সালমান ভক্তরা। সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুম্বাইয়ের প্রশাসনও। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে। তবে এবার উদ্বেগ প্রকাশ করলেন এমন একজন, যিনি কিছুদিন আগেও সালমান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। বলছিলাম ভাইজানের পুরনো প্রেমিকা সোমি আলির কথা।

সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি একাধিকবার মিডিয়ায় সালমান খান সম্পর্কে অভিযোগ তুলেছিলেন। শারীরিক ও মানসিক নির্যাতনের সেই অভিযোগের কথা মিডিয়ায় প্রায়ই মনে করিয়ে দেন সোমি। তবে এবার আর অভিযোগ নয়, সালমানের জন্য নিজের চিন্তা প্রকাশ করতে দেখা গেল তাকে। সম্প্রতি সালমানের বাড়িতে গুলি চালানো নিয়ে কথা বলেছেন সোমি। তিনি বলেন, ‘আমি বিষ্ণোই সম্প্রদায়কে অনুরোধ করছি এই বিষয়টি ভুলে যান।’

হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন সোমি আলি বলেন, ‘আমি কখনই চাই না যে তিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান। যে সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এটা উচিত নয়। কারও সঙ্গেই এমনটা হওয়া ঠিক নয়। আমি তার জন্য প্রার্থনা করি।’

তিনি আরও বলেন, ‘ব্রেকআপের পর আমি বলিউড ছেড়ে ২৪ বছর বয়সে আমেরিকায় চলে আসি। এ বিষয়টা সবাই জানে এবং আমি বারবার এ বিষয়ে কথা বলতেও চাই না। তবে সালমানের সাথে যা হচ্ছে তা কারও সঙ্গে হওয়া উচিত নয়। সেটা সালমান হোক বা শাহরুখ এমনকী আমার প্রতিবেশী হলেও ঠিক নয়। যখন আমার মা এবং আমি এটা শুনেছিলাম, আমরা হতবাক হয়ে গিয়েছি। আমরা প্রার্থনা করেছি যেন ওর যেন কোনও ক্ষতি না হয়।’

উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সে সালমানের প্রেমে পড়েছিলেন সোমি আলি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখার পর তিনি তার প্রতি আকৃষ্ট হন। নিজেই সালমানকে প্রেমের প্রস্তাব দেন। এর এক বছর পর তাদের সম্পর্ক তৈরি হয়। তবে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলে সালমানের সঙ্গে প্রেমের ইতি টানেন সৌমি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments