Tuesday, December 3, 2024
Homeবাংলাদেশএবার টি-২০ লড়াই : সম্ভাব্য টাইগ্রেস একাদশ

এবার টি-২০ লড়াই : সম্ভাব্য টাইগ্রেস একাদশ

আলোর যুগ স্পোর্টসঃ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দলকে। ওয়ানডে সিরিজে ভরাডুবির পর আজ রবিবার ৩ ম্যাচ টি-২০ সিরিজে খেলতে নামছেন নিগার সুলতানারা। ২০ ওভারের ম্যাচে দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৪ এপ্রিল একই সময়, একই ভেন্যুতে। অস্ট্রেলিয়া নারী দল পুরুষ দলের মতোই শক্তিশালী প্রতিপক্ষ।

অস্ট্রেলিয়ান নারীরা সাত বারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ছয় বারের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন। অ্যালিসা হিলি, এলিসা পেরিদের বিপক্ষে কোনো রকম পাত্তাই পায়নি নিগার বাহিনী। প্রথম ওয়ানডেতে হেরেছিল ১১৮ রানে এবং পরের দুটি হেরেছে যথাক্রমে ৬ ও ৮ উইকেটে। সিরিজের কোনো ম্যাচেই নিগাররা একশর ওপর স্কোর করতে পারেনি। প্রথম ম্যাচে ৯৫, দ্বিতীয়টিতে ৯৭ ও তৃতীয়টিতে ৮৯ রান করে বাংলাদেশ।

টি-২০ সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়। সিরিজে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের পর টি-২০ ক্রিকেটেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ফারজানা আক্তার লিসা। দীর্ঘদিন পর ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। ইনজুরির জন্য খেলবেন না অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার শামিমা সুলতানা।

সম্ভাব্য টাইগ্রেস একাদশ: মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, রিতু মনি, দিলারা আক্তার দোলা, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত দুইটি টি-২০ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০২০ সালে টি-২০ বিশ্বকাপে ক্যানবেরায় প্রথমবার মুখোমুখি হয় দুই দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার ১ উইকেটে ১৮৯ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করেছিল ৯ উইকেটে ১০৩ রান। হেরেছিল ৮৬ রানে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৮ উইকেট জিতেছিল ম্যাচটি। নিগাররা প্রথমে ব্যাট করে সংগ্রহ করেছিল ৭ উইকেটে ১০৭ রান। অস্ট্রেলিয়া সেটা টপকে গিয়েছিল ১৮.২ ওভারে ২ উইকেটে ১১১ রান তুলে। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই কিছুটা বাড়তি চ্যালেঞ্জই থাকছে স্বাগতিকদের জন্য। জ্যোতি-ফারজানাদের সামনে নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments