Thursday, January 2, 2025
Homeজাতীয়একই লেনে মৈত্রী-ধূমকেতু এক্সপ্রেস; তদন্ত কমিটি গঠন

একই লেনে মৈত্রী-ধূমকেতু এক্সপ্রেস; তদন্ত কমিটি গঠন

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে একই লেনে বিপরীতমুখী দু’টি ট্রেন প্রবেশের ঘটনা তদন্তে কমিটি হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে আরও থাকবেন চার সদস্য। যাদের মধ্যে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা। তারা ইতোমধ্যে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।

এরে আগে শনিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে একই লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন উঠে পড়ে। যদিও ধূমকেতু এক্সপ্রেসের চালকের বিচক্ষণতায় বড় কোনো দুর্ঘটনা থেকে দু’টি ট্রেনের অন্তত হাজার খানেক যাত্রী রক্ষা পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত চেক-আপের জন্য দাঁড়ায়। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি একই স্টেশনের দিকে ধীরগতিতে আসছিল। এ সময় চালক লক্ষ্য করেন লাইনে অপর একটি ট্রেন দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন চালক। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দু’টি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, এখানে দু’টি প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ শেষ হলেও অপরটির কাজ চলমান। এ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সিগনালিং পদ্ধতি ভেঙে ম্যানুয়াল পদ্ধতি চালু করে। দুপুর আড়াইটার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস চলে আসে। ওই ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের কথা। কিন্তু অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ে। বিষয়টি চালক দূর থেকে লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থকে রক্ষা পায় ট্রেন ও হাজারখানেক যাত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নূর মোহাম্মদ বলেন, সিরাজগঞ্জে একই লাইনে দু’টি ট্রেন প্রবেশের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা রয়েছেন। ইতিমধ্যে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments