আমেরিকার ফ্লোরিডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এবং এই দিবসটি পালন করা হয় বিভিন্ন দেশে। সুদূর আমেরিকার ফ্লোরিডাতেও শিশু কিশোরদেরকে নিয়ে দেশী বিদেশীরা পালন করেছে মহান ২১ ফেব্রুয়ারী।
ফ্লোরিডা থেকে আলোর যুগের বিশেষ প্রতিনিধি স্বপন কিবরিয়ার রিপোর্ট:
মহান একুশে ফেব্রুয়ারী যখন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়ে বিশ্ব দরবারে সম্মানে ভূষিত হয়েছে তখন থেকেই পৃথিবী জুড়ে বাংলা ভাষার এই বিশেষ দিনটি বাঙ্গালীদের পাশাপাশি বিভিন্ন জাতির মানুষও অনেক
শ্রদ্ধার সাথে পালন করে আসছে ।তারই ধারাবাহিকতায় আমেরিকার বিভিন্ন স্হানের মতো ফ্লোরিডার টাম্পাতেও উদযাপিত হলো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘-২০২২ইং
আমেরিকার Distressed Children’s & Infant International-( DCII ) এর আয়োজনে বাঙালীদের পাশাপাশি প্রায় ১০/১২টি দেশের মানুষ এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে । এর মধ্যে সৌদি আরব, পাকিস্তান ,ভারত, চায়না, আয়ারল্যান্ড ,রাশিয়া, পোটারিকান ও জ্যামাইকা উল্লেখযোগ্য । তারা নিজ নিজ ভাষা এ সংস্কৃতিতে বাংলা ভাষার এই অনুষ্ঠানে অংশগ্রহন করে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
বাংলাদেশী প্রবাসী ডা: ইসরাত জাহানের তত্তাবধানে এবং তার মেয়ে নাফিসা উদ্দীনের অক্লান্ত পরিশ্রম ও তাদের সকল টিম মেম্বারদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে বেশ প্রানবন্ত । তিনি তাঁর উপস্থিতিতে জানান দেন যে, ১৯৫২ সালের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গকারী অমর ভাষা সৈনিকদের সম্মান জানাতে দেশে-বিদেশে বিভিন্ন স্থাপিত হয়েছে অগণিত শহীদ মিনার। এগুলোর একেকটির রূপ একেকরম। অবয়বে সহজেই সবার নজরে কাড়ে ব্যতিক্রম কিছু শহীদ মিনার। এমনই একটি মিনার গড়ে তোলা হয়েছে এখানেও। শিশু কিশোরদের চিত্র অংকন সহ বিভিন্ন কার্যক্রমে দিনটিকে স্বরনীয় করে তুলা হয়, যা আমাদের বাংলাদেশকে আরো সম্মানিত করে তুলেছে।
অনুষ্ঠানের শুরুতেই ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,অতিথিদের আসন গ্রহন , কবিতা আবৃত্তি , ছোটদের ছবি আঁকা , দলীয় সংগীত, দলীয় নৃত্য একক সংগীতানুষ্ঠান সহ বিভিন্ন রকম আয়োজন । অনুষ্ঠানে অন্যান্য দেশের অতিথিদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে উপস্হিত ছিলেন আলোর যুগের বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ টেলিভিশনের সুরকার ও সংগীত পরিচালক স্বপন কিবরিয়া ।
মহান বাংলা ভাষা উপলক্ষে DCII আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘-২০২২ইং এটি ছিল তাদের তৃতীয়তম অনুষ্ঠান যা সমাদৃত হয়েছে সব মহলে।
আলোর যুগ পরিবারের পক্ষ থেকে ১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।