Thursday, January 2, 2025
Homeবিনোদনঅভিনেতা-উপস্থাপক জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের

অভিনেতা-উপস্থাপক জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতের

আলোর যুগ বিনোদনঃ ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান আবারও বিয়ে করতে যাচ্ছেন বলে সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে। দাবি করা হয়েছে, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতোমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। যা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, যদিও এই গুঞ্জনে নাম জড়িয়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের।

চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকে দাবি করছেন শাকিবের ‘হবু বউ’ নাকি মিষ্টি জান্নাত। যিনি ঢাকাই সিনেমার একজন অভিনেত্রী, পাশাপাশি চিকিৎসকও বটে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা নিজেও। শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও ‘গুঞ্জন’ হিসেবেই রাখতে চেয়েছেন তিনি।

শাকিব-মিষ্টিকে নিয়ে চাউর হওয়া গুঞ্জন নিয়ে আবার মুখ খুলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতের নাম না নিয়েই তিনি বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’

জয়ের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন মিষ্টি জান্নাত। এ নিয়ে অভিনেতা-উপস্থাপক জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন। এই চিত্রনায়িকা বলেন, ‘‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন- ‘ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না।’ এটা উনি কীভাবে জানলো? কীভাবে বললো? এটা আমার প্রশ্ন।’’

মিষ্টি জান্নাত বলেন, ‘সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’ অভিনেত্রীর দাবি, জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান। তবুও তাকে না চেনার ভান করেছেন।

মিষ্টি জান্নাত বলেন, ‘সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments