Friday, December 27, 2024
Homeক্রিকেটঅধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

আলোর যুগ স্পোর্টসঃ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও হঠাৎ করেই নেওয়া এমন সিদ্ধান্তের কারণ স্পষ্ট করেননি তিনি। তবে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) এক বিবৃতিতে জানানো হয়েছে, তার সিদ্ধান্ত শ্রীলঙ্কান ক্রিকেটের স্বার্থে গুরুত্বপূর্ণ।

অধিনায়কের পদ ছাড়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বরাবর হাসারাঙ্গা লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি সব সময় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চটুকু দেব। বরবরের মতোই অধিনায়ক এবং দলের প্রতি আমার সমর্থন থাকবে এবং পাশে থাকব।’ তার আবেদন পত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) গ্রহণ করেছে বলে জানা গেছে।

হাসারাঙ্গার অধিনায়কত্বে গত ছয় মাসে ১০টি টি–টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা, এর মধ্যে ছিল সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি বিশ্বকাপও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলঙ্কা। বিশ্বকাপ শেষে কোচ সিলভারউড দায়িত্ব ছেড়ে দেওয়ায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। এবার অধিনায়কত্বেও নতুন কাউকেউ দেখা যেতে পারে। জায়গায় আলোচনা হচ্ছে চারিথ আসালাঙ্কাকে নিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments