স্বামী বিদেশে রেখেই প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে দিল গ্রামবাসী

0
210


আলোর যুগ স্টাফ রিপোর্টার(শামীম খান)সাভারঃ
ঢাকার ধামরাইয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসে থাকা প্রথম স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিকের সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার দুপুরে ওই প্রেমিক যুগল একটি কক্ষের ভেতর আপত্তিকরবস্থায় ধরা পড়লে গ্রাসবাসী এঘটনাটি ঘটায়। ওই গৃহবধূর দুটি শিশু সন্তানও রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদে গাওয়াইল এলাকায়। একসঙ্গে দুই স্বামী হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।
এলাকাবাসী জানান,বাদে গাওয়াইল গ্রামের মোঃ ইসলামইল হোসেন স্ত্রী হাজেরা বেগম(২৭) ও তার দুই সন্তানের ভবিষ্যৎ সুখের কথা ভেবে কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকা প্রবাসে চলে যান। এ সুযোগে একই গ্রামের শফিকুল ইসলাম সাবু(৪০) নামে বহু বিয়ে পাগল এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। একপর্যায়ে ঘটনাটি সমাজে জানাজানি হলে সমাজের মানুষ ওই প্রবাসীর বাড়ীর দিকে নজরদারিবাড়িয়ে দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১টার দিকে ওই পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম সাবু ওই প্রবাসীর বাড়ীতে প্রবেশ করে হীন মনবাসনা চরিতার্থ করার জন্য। এরপর ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই কক্ষে শফিকুল গোপন অভিসারে মিলিত হয়। এসময় পূর্ব থেকে ওই প্রবাসীর বাড়ীর পাশেই ওঁৎ পেতে থাকা গ্রামবাসী ঘরে ঢুকে ওই প্রেমিক যুগলকে আপত্তিকরবস্থায় আটক করেন। এর পর তাদেরকে উত্তম মধ্যম দেয়া হয়। পরিশেষে পৌরশহরের ইসলামপুর মহল্লা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার ও কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল আলীমকে ডেকে ওই প্রেমিক যুগলের বিয়ে দেয়া হয় কাবিন রেজিষ্ট্রি করে। তবে রাষ্ট্র ও ধর্মীয় বিধি অনুযায়ী পূর্বের স্বামীকে তালাক প্রদান না করেই দ্বিতীয় বিয়ের এ কাবিন রেজিষ্ট্রি ও বিয়ে সম্পন্ন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপকহারে চাঞ্চলের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম ইসলাম সাবু পরকীয়া প্রেম ও দৈহিক মেলামেশার কথা স্বীকার করলেও বিয়ের বিষয়ে তার অসম্মতির কথা জানায়। সে বলে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিয়েছেন গ্রামবাসী।
এব্যাপারে কাজী মাওলানা আব্দুল আলীম বলেন,আমাকে পূর্বের স্বামী থাকার কথা গোপন রেখে কাবিন রেজিষ্ট্রি ও বিয়ে সম্পন্ন করেছেন গ্রামবাসী। এ বিয়ে বৈধ নয়। পূর্বের স্বামীকে তালাকের দিন থেকে ৩মাস ১৩দিন ইদ্দত পালনের পর দ্বিতীয় বিয়ে করতে পারে একজন স্ত্রী। এছাড়া যদি সে আগেই বিয়ে করে অথবা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করে তাহলে তা রাষ্ট্র ও মুসলিম পারিবারিক আইন বিরোধী। এক্ষেত্রে ঠিক তাই ঘটেছে।