লেবাননে শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকি ও মে দিবস উদযাপন

0
140

মো জুয়েল রানা, লেবানন প্রতিনিধি: ” দুনিয়ার মজদুর এক হও ” এক হও “এই শ্লোগানকে সামনে রেখে, গতকাল লেবাননের বৈরুত আল কোলায় লেবানন জাতীয় লেবার ফেডারেশনের (পেনাসুল) হল রুমে অনুষ্ঠিত হল লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকি ও মহান মে দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা।

লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহেল রানা সন্ঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বিশেষ অতিথি ছিলেন দূতালয়ের প্রধান ও শ্রম সচিব আবদূলা আল মামুন, লেবানন লেবার ফেডারেশনের সভাপতি কেষ্ট আবদুল্লাহ ও সংগঠনের সাবেক সভাপতি ইউছুব পাটয়ারী।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

শ্রমিক দিবসের উপর বক্তব্য রাখেন, লেবানন শ্রমিক ইউনিয়নের জেসমিন আক্তার, মায়া চৌধুরী,তানভীর ভূইয়া, রিপন মিয়া সহ অনেকে

দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক দিসব শুধু মাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার সেটি আদায়ের লক্ষ্যে। কিন্তু দেখা যায় নামধারী কিছু নেতা সাধারণ শ্রমিকদের পুঁজি করে নিজেরা ফায়দা লুটছে। এসকল নেতাদের রয়েছে বড় বড় গাড়ি, আলিসান বাড়ি। তারা সভা করেন পাঁচ তারা হোটেলে। আর ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার শ্রমিক। লেবাননেও এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রদূত শ্রমিকদের স্বার্থ রক্ষায় শুধু সকলকে কাজ করার আহবান জানান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি অজান্তা ইসলাম খাদিজা সিনিয়র-সহ সভাপতি মো ইউছুব মহিলা সম্পাদিকা জেসমিন সুলতানা, মায়া চৌধুরী ,মো রিপন, লেবানন ভাই-বোন সংগঠনের সভাপতি আতাউর রহমান শাহ্ জালাল সংগঠনের সভাপতি শামীম সহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।