লকডাউনে গৃহবন্দীদের জন্য নাজমি জান্নাতের ব্যতিক্রমী উদ্যোগ

0
529

আলোর যুগ বিনোদন: করোনাভাইরাসের কারণে সবাই ঘর বন্দী হয়ে যাওয়ায় অনেক বিরক্তি ও বিষন্নতার মধ্যে সময় কাটাচ্ছে। এরইমধ্যে আমরা সবাই সামাজিক যোগাযোগ বেশি সময় পার করছি এই অলস সময়কে কাজে লাগানোর জন্য সবাইকে একটু প্রানবন্ত ও উজ্জীবিত করার জন্য ইউটিউববার ব্লগার নাজমি জান্নাত একটি মজাদার কন্টেস্ট দিয়েছে, যেখানে সবাই নিজের সৃজনশীল ক্ষমতা ও কিছু গুন যা লুকিয়ে আছে তা সবার কাছে শেয়ারের সুযোগ করে দিচ্ছে এই কন্টেস্ট।যা তরুণদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে ও অংশগ্রহণ দিন দিন বেড়ে চলছে। থাকবে নাজমি জান্নাত এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার…. সাথে স্পনসর হিসেবে অনেক বড় বড় ব্রেন্ডও যুক্ত হচ্ছে কন্টেস্টের সাথে।

যারা তরুন তাদের জন্য এটা অনেক বিশাল সুযোগ। নিজের সৃজনশীল ক্ষমতা প্রকাশ করার ও নিজেকে জানার।সামাজিক মাধ্যমে এমন সুন্দর কন্টেস্ট দিয়ে তরুণদের উৎসাহিত ও অসল সময়ক সবাইকে সুন্দর করে কাটানোর এতো ভালো সুযোগ করে দেওয়ার জন্য নাজমি জান্নাত এই উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।এই কন্টেস্টটি সবার মাঝে যেমনটা সাড়া পাচ্ছে নিশ্চয়ই আমরা আরো কিছু বেশি জানতে পারবো এই কন্টেস্ট সম্পর্কে এবং নাজমি জান্নাতের এমন ভালো উদ্যোগ গুলো তরুণদের কাছে তাকে অনেক প্রিয় করে তুলছে।সাথে একজন শিক্ষক হিসেবেও ছাত্রদের কাছে অনেক জনপ্রিয় এক নাম নাজমি জান্নাত।